স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৭ জুলাই।। রাজ্যে বিশেষ কোভিড টিকাকরণ অভিযানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় আজ উদয়পুরের খিলপাড়া, জামজুরি, মির্জা সরকারি আয়ুর্বেদিক ডিসপেনসারী, পূর্ব মির্জা পঞ্চায়েত অফিসের টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. এন এম জমাতিয়া, উদয়পুরের মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, কাকড়াবন ব্লকের বিডিও সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শনের সময় এলাকার নির্বাচিত পঞ্চায়েত ও ভিলেজের সদস্য সদস্যাদের সঙ্গে কোভিড টিকা নিয়ে কথা বলেন।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী সিংহরায় প্রতিটি টিকা কেন্দ্রের সঙ্গে যুক্ত পঞ্চায়েতের প্রধান ও ভিলেজের চেয়ারম্যান এবং কোভিড টিকাকরণের সঙ্গে যুক্ত কর্মীদের বিশেষ কোভিড টিকাকরণ অভিযান সফল করতে নির্দেশ দেন। তিনি বলেন যারা এখনও করোনা টিকা গ্রহণ করেনি তাদেরকে চিহ্নিত করে টিকা দিতে হবে। যারা টিকা কেন্দ্রে আসতে অসুবিধা হয় তাদেরকে বাড়িতে গিয়ে টিকা দিতে হবে।
এই কাজের জন্য প্রতিটি পঞ্চায়েত ও ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য সদস্যাগণ ৩ থেকে ৪টি গ্রুপ করে কাজ করতে হবে। রাজ্য সরকার চায় রাজ্যের জনগণের সুরক্ষা। যেভাবেই হোক সাবাইকেই টিকা দিতে হবে। এলাকার প্রত্যেক জনগণকে এই কাজে সাহায্য ও সহযোগিতা করতে হবে।
বিশেষ কোভিড টিকাকরণ অভিযানে অমরপুর মহকুমার মহকুমা হাসপাতাল, নতুনবাজার হাসপাতাল, অম্পি ও তৈদু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ ৪৬টি উপস্বাস্থ্যকেন্দ্রে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।
মহকুমা শাসক বিজয় সিনহা ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক শুভেন্দু দেববর্মা আজ মহকুমার বিভিন্ন টিকাকরণকেন্দ্র পরিদর্শন করেছেন।
তাছাড়াও আজ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় সোনামুড়া মহকুমার তৈবান্দাল,
দক্ষিণ তৈবান্দাল, ধনপুর কোভিড টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় এম ডি সি পদ্মলোচনা ত্রিপুরা, মহকুমা শাসক সুব্রত মজুমদার সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।