অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। দেশের মাটিতে আয়োজিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। কিন্তু টোকিও অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না জাপানি টেনিস তারকা নাওমি ওসাকার।
অলিম্পিক টেনিসের তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হেরে বিদায় নিলেন ২৩ বছর বয়সী তারকা। দুইবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ওসাকা ৬-১ ও ৬-৪ সেটে হেরেছেন ৪২তম বাছাই চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার বিপক্ষে।
টোকিও অলিম্পিকে স্বাগতিকদের সবচেয়ে বড় তারকাদের একজন হিসেবে অংশগ্রহণ করেছিলেন ওসাকা। ‘গ্রেটেস্ট শোন অন আর্থ’র উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মশাল প্রজ্বলনের গুরু দায়িত্বেও দেখা যায় তাকে।
ইউএস ও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওসাকা কোর্টে নামেন ফেবারিট হিসেবে। গত ২৬ ম্যাচের মধ্যে ২৫ ম্যাচে জয় পেয়েছিলেন তিনি। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিদায় নিলেন জাপানি কন্যা।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো হার্ডকোর্ট ইভেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলেন ওসাকা। গত জুনে ‘দীর্ঘদিন ধরে মানসিক চাপে’ আছেন জানিয়ে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরপর এই প্রথম কোর্টে দেখা গেল ওসাকাকে। কিন্তু প্রথমবার অলিম্পিকে অংশগ্রহণের স্মৃতিটা স্মরণীয় করে রাখতে পারলেন না ওসাকা।