অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। তীব্র লড়াইয়ের পর তালেবানদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের গুরুত্বপূর্ণ কালদার জেলা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে আফগান সরকারি বাহিনী।
তবে হেলমান্দ প্রদেশের নাদ আলী জেলায় তালেবানদের বিরুদ্ধে অভিযানের সময় একটি হেলিকপ্টার জরুরি অবতরণের পর সেটি ‘ধ্বংস করে দেওয়া’ হয়েছে।
দেশটির তোলো নিউজ জানিয়েছে, উজবেকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের জেলা কালদার সোমবার তালেবানদের হটিয়ে নিয়ন্ত্রণে নেয় সরকারি বাহিনী।
এই জেলার সঙ্গে উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত রয়েছে। গত মাসে তালেবান এই জেলা নিয়ন্ত্রণে নিয়েছিল।
এদিকে হেলমান্দ প্রদেশে তালেবানদের বিরুদ্ধে অভিযানের সময় একটি এমআই-১৭ হেলিকপ্টার ‘কারিগরি ত্রুটির’ কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। আরোহী সবাইকে ওই এলাকা থেকে সরিয়ে আনা হয় এবং হেলিকপ্টারটি ধ্বংস করে দেওয়া হয়।
সরকারি বাহিনীর দাবি, ওই অভিযানে ৩০ জনের বেশি তালেবান নিহত হয়েছেন। তবে এই অভিযানে হতাহতের বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের কাপসিয়া জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।
কাপসিয়ার সাবেক গভর্নর মেহরাবুদ্দিন সফি বলেছেন, গণবিপ্লবী বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবে তালেবানের হাতে জেলাটির পতন হয়। তাছাড়া বিপুলসংখ্যক তালেবান যোদ্ধার উপস্থিতিও জেলাটি হাতছাড়া হওয়ার বড় কারণ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আফগানিস্তানের অর্ধেক জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।
এছাড়া অনেক জেলার নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক লড়াই অব্যাহত রয়েছে।