অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। শ্রীলঙ্কা সফররত ভারতীয় দলের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। সব ঠিক থাকলে যা এখন বুধবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।ক্রুনাল করোনায় আক্রান্ত হন সোমবার। পরে পুরো দলের আরো একবার করোনা পরীক্ষা করানো হয়েছে।
ভারতীয় বোর্ডের এক অফিশিয়ালের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে বলেছে, ‘সন্ধ্যা ৬টায় রিপোর্ট আসার কথা। যদি সবার করোনা রেজাল্ট নেগেটিভ আসে তবে বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হবে।’
ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও শুভ সূচনা করেছিল ভারত। প্রথম ম্যাচ তারা ৩৮ রানে জিতে নেয়।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের মূল দল এখন ইংল্যান্ড সফরে রয়েছে। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। তাই শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের আরেকটি দল শ্রীলঙ্কা সফরে রয়েছে।এই সিরিজের দল থেকে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবকে একদিন আগেই ইংল্যান্ড সফরের দলে ডাকা হয়েছে।