স্টাফ রিপোর্টার, কমলপুর, ২৬ জুলাই।। দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন ১৩ জন সদস্যের মধ্যে আটজন৷ ১৮ মে ভোট হয়৷ সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরাজিত হয়৷ স্বাভাবিকভাবে চেয়ারম্যান অপসারিত হয়৷
গত ২১ জুন জেলাশাসক অনাস্থা আনা আটজনকে শোকজ করে৷ অনাস্থা আনাদের বিরুদ্ধে দলীয় হুইপ অমান্য করার অভিযোগ উঠে৷ গত ৫ জুলাই অনাস্থা আনা আট জনের সদস্য পদ খারিজ করে ধলাই জেলাশাসক৷ সোমবার দুর্গাচৌমুহনি পঞ্চায়েতে নতুন করে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়৷
চেয়ারম্যান হিসেবে শম্পা দাস ও ভাইস চেয়ারম্যান হিসেবে তাপস পালকে শপথ বাক্য পাঠ করান জেলাপঞ্চায়েত আধিকারিক চন্দ্রজয় রিয়াং৷ উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব, বিডিও অমরেশ বর্মন৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সটেনশন অফিসার অরজিৎ দেববর্মা৷ সেখানে সংক্ষিপ্ত ভাষণ রাখেন মন্ত্রী মনোজ কান্তি দেব৷
বর্তমানে যে পাঁচজন সদস্যকে নিয়ে সমিতি গঠন করা হয়েছে তারা হলো শম্পা দাস, তাপস পাল, সৌমিত্র গোপ, দীপ্তি রক্ষিত ও শিল্পী রানি দাস৷ তবে এটা একটা ঘটনা যে সিংহভাগ সদস্যদের বাইরে থেকে মাত্র পাঁচজনে সমিতি গঠিত হলো৷