অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদিকে এবার দেখা যাবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। কাঠমান্ডু কিংস ইলেভেনের (কেকেইলেভেন) হয়ে খেলবেন ‘বুম বুম আফ্রিদি’ খ্যাত এই অলরাউন্ডার।
নেপালের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আফ্রিদি তার দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন স্থানীয় সুপারস্টার সন্দ্বীপ লামিচেনেকে। এই নেপালিজ লেগ-স্পিনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কিংবদন্তি আফ্রিদির সঙ্গে আইসিসি বিশ্ব একাদশ দলের হয়ে অংশ নিয়ে। হারিকেনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলেছিলেন তারা।
৪১ বছর বয়সী আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন। আক্রমণাত্মক ব্যাটসম্যান ও কার্যকরী লেগ-স্পিনার হিসেবে অভিজ্ঞ এই তারকা পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই লিগ।