Repatriation: কেরলের নিমিশা ফাতিমা আফগানিস্তানের জেলে বন্দি, দেশে ফিরিয়ে আনার দাবি

অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। কেরলের নিমিশা ফাতিমা আফগানিস্তানের জেলে বন্দি। নিমিশার স্বামী একজন আইএস যোদ্ধা বলে দাবি করা হয়েছে। আফগানিস্তানে এক আক্রমণে তিনি মারা গিয়েছেন। নিমিশার মা সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে তাঁর মেয়ে ও নাতনিকে দেশে ফিরিয়ে আনার দাবি করেছেন কেন্দ্রের কাছে। এই বিষয়ে কেন্দ্র সরকার কী ভাবনা তা সোমবার জানতে চেয়েছে শীর্ষ আদালত।

তিরুবনন্তবপুরমের আত্তুকুলের কে বিন্দুর দায়ের করা পিটিশনের উপর নির্দেশিকা জারি করেছেন বিচারপতি পিবি সুরেশ কুমার। বিন্দুর বক্তব্য, নিমিশা ও তার সন্তানকে দেশে ফিরিয়ে না আনলে জীবনের অধিকারের মতো মৌলিক অধিকার লঙ্ঘিত হবে এবং শিশুটির শিক্ষার অধিকারকে অস্বীকার করা হবে। পিটিশনকারিনী জানিয়েছেন যে, ২০১৫ সাল থেকে তিনি দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনওরকম সহযোগিতা পেতে ব্যর্থ হয়েছেন।

বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ওই মহিলার মেয়ে ও নাতনি ২০১৯ সালের নভেম্বর থেকে আফগানিস্তানের জেলে বন্দি। আফগান সরকার এখন নিমিশা ও তাঁর নাবালিকা কন্যা সহ অন্যান্য ভারতীয় মহিলা ও শিশুদের মুক্তি দিতে চায়। অথচ নিজের দেশের নাগরিকদের গ্রহণ করতে অস্বীকার করেছে ভারত সরকার এবং আফগান সরকারের দয়ার উপর ছেড়ে দিয়েছে ভারতীয় মহিলা ও শিশুদের।

নিমিশার মা জানিয়েছেন, মিডিয়া রিপোর্টগুলির সাপেক্ষে কোনও মন্তব্য করেনি ভারতীয় কর্তৃপক্ষ। পিটিশনকারিনীর আরও দাবি, নিমিশা ও তাঁর কন্যার দেশে প্রত্যাবর্তনে ভারতের নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপদের মুখে পড়বে না, কারণ তাঁদের পুনর্বাসন দেওয়া যেতে পারে ও তাঁরা সমাজের মূলস্রোতে মিশে যেতে পারে মানবাধিকার সংগঠনগুলির নজরদারিতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?