স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ জুলাই।।
রাজ্যের মানুষের মতামত উপেক্ষা করে রিয়াং শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে একের পর এক অপ্রীতিকর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি দল।
প্রতিবেশী রাজ্য মিজোরামে সেখানকার দুটি জাতিগোষ্ঠীর মধ্যে মতভেদকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক রিয়াং জনগোষ্ঠীর লোকজন ত্রিপুরার উত্তর জেলায় আশ্রয় নিয়েছিল। তাদেরকে মিজোরামে ফিরিয়ে নিয়ে যাওয়ার বদলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে রাজ্যের শাসক দল বিজেপি তাদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।
কেন্দ্রীয় সরকার এজন্য ৬০০ কোটি টাকা মঞ্জুর করেছে। সরকারি আর্থিক আনুকূল্যে রিয়াং শরণার্থীদের ত্রিপুরাতে পুনর্বাসন দেওয়া শুরু হয়েছে। পুনর্বাসন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে রিয়াং শরণার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে।
https://www.facebook.com/106172534724644/videos/810363036315626/
২৫ শে জুলাই উত্তর ত্রিপুরা জেলার দামছড়ায় সরকারি জমিতে রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দিতে গিয়ে শিবির বা শিরোনাম স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে ১৩ জন আহত হন।
বেশকিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছেন। রাজ্যের যেসব জায়গায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন’ দেওয়া হচ্ছে সেসব এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
আমরা বাঙালি দল অভিযোগ করেছে ১৯৮০ সালের জুনের দাঙ্গায় যেসব ও উপজাতির মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপত্তাজনিত কারণে অন্যত্র এখনো আশ্রিত রয়েছেন রয়েছেন তাদেরকে পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণ প্রদানের কোনো উদ্যোগ নিচ্ছে না বর্তমান সরকার।
অবিলম্বে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বাঙালি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।
এদিকে বিভিন্ন রাজ্য থেকে আসা আইপ্যাক কর্মীদের উপর প্রশাসনের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে আমরা বাঙালি দল।