স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৭ জুলাই।। রাজ্যে ১৮ ঊর্ধ্বদের একশ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে আজ থেকে দু’দিনব্যাপী বিশেষ কোভিড টিকাকরণ অভিযানের সূচনা হয়েছে।
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর মহকুমার তুলাবাগান উপস্বাস্থ্যকেন্দ্র, মোহন সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় এবং মোহিনীপুর উপস্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিষ দাস, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের এম ও ই সি ডা. সুধীর দেববর্মা, ডা. আলক নোয়াতিয়া প্রমুখ।
টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যে আজ থেকে বিশেষ কোভিড টিকাকরণ অভিযানের সূচনা হয়েছে।
সরকারের লক্ষ্য রাজ্যে এই দুই দিনে ১৮ বছর ও তার ঊর্ধে সকলকে টিকাকরণ করা। তিনি সকলকে টিকাকরণে এগিয়ে আসারও আহ্বান জানান।