স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুলাই।। করোনা অতিমারি আবহে প্রত্যেক শ্রমিকদের এককালীন ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করা, মাইক্রোফাইন্যান্স থেকে গ্রহণ করা ঋণ-এর ক্ষেত্রে করোনাকালীন কিস্তি মুকুব করা, পরিবহণ দপ্তর কর্তৃক ছোট এবং বড় গাড়ির ফিটনেসের জন্য যে জরিমানা ধার্য করা হয়েছে তা বাতিল করা সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে গ্রেপ্তার বরণ করেন অল ত্রিপুরা অর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের কর্মীরা৷
সোমবার বিক্ষোভ মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে পশ্চিম জেলার জেলাশাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করতে রওয়ানা হয় তারা৷ কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে সমস্ত রাজনৈতিক কর্মসূচির উপর বিধিনিষেধ থাকায় পুলিশ তাদের অফিস লেন এলাকা থেকে গ্রেপ্তার করে৷
অল ত্রিপুরা অর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল জানান, প্রদেশ কংগ্রেসের নির্দেশে জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ করোনা পরিস্থিতিতে মানুষ অভাব-অনটনে ভুগছে৷ এর মধ্যে মাইক্রোফাইন্যান্সের চাপে বহু শ্রমিক অসহায় হয়ে পড়েছে৷ বহু শ্রমিক আত্মহত্যা করেছে৷
তাই সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হচ্ছে, সরকার যাতে শ্রমিকদের ঋণমুকুব করার জন্য পদক্ষেপ গ্রহণ করে৷ সরকার করোনা পরিস্থিতির মধ্যে ৫ কেজি করে যে চাল দিচ্ছে তাতে শ্রমিকদের অভাব-অটনট ঘুচবে না৷ তাই ১০ হাজার টাকা করে শ্রমিকদের প্রদান করার দাবি তোলা হয়৷
সরকার যদি দাবিগুলি পূরণে কোন ব্যবস্থা না করে তাহলে আগামীদিনে রাজ্যপালের কাছে গিয়ে ধর্নায় বসবেন বলে জানান তিনি৷