অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে সমতায় ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো পাত্তাই পেল না ক্যারিবীয়রা। দাপটের সঙ্গে তিন ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অজিরা।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখে ৪ উইকেটে ১৫৩ রান করে অজিরা। এর আগে ৩০.৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
তৃতীয় ম্যাচ জিতলে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সিরিজ জিততে পারত স্বাগতিক ক্যারিবীয়রা। সেই লক্ষ্যে বার্বাডোজের ব্রিজটাউনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু শুরুতেই মিচেল স্টার্ক-জস হ্যাজলউডদের তোপে নাজেহাল অবস্থা হয় কাইরন পোলার্ডদের।
ওপেনার এভিন লুইস না থাকলে শত পেরোনোর আগে গুটিয়ে যেতে হতো ক্যারিবীয়দের। দলীয় ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। লুইস ছাড়া কেউ রানের দেখা পাননি। ওপেনিং নেমে অপরাজিত হিসেবে মাঠ ছাড়তে হয় তাকে। লুইসের ৬৬ বলে ৫৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৩ ছয়ে। উইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন ড্যারেন ব্রাভো।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্টার্ক। এ ছাড়া ২টি করে উইকেট ভাগাভাগি করেছেন হ্যাজলউড ও অ্যাস্টন অ্যাগার।মামুলি এই রান তাড়া করতে নেমে শুরুতে ২ উইকেট হারালেও অধিনায়ক-উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ৩৫, মিচেল মার্শের ২৯ রানের সুবাদে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এরপর অ্যাগারকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাথু ওয়েড। ওয়েড ৫২ বলে ৫ চার ও ২ ছয়ে অপরাজিত থাকেন ৫১ রানে। অ্যাগার করেন ১৯ রান। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। সিরিজ সেরার পুরস্কার উঠেছে স্টার্কের হাতে।