স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৬ জুলাই।। ভারতীয় জনতা পার্টি রামচন্দ্রঘাট মণ্ডলের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ও সংগঠনের শক্তিবৃদ্ধি করার লক্ষ্যে রামচন্দ্রঘাট মণ্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো৷
সোমবার সকাল দশটায় রামচন্দ্র- ঘাটের অটল কমিউনিটি হলে বৈঠক শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতি সঞ্জিব দেববর্মা৷
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস ও জেলা কমিটির সভানেত্রী বিনতা সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
বৈঠকে রামচন্দ্রঘাট মণ্ডলের ৪৭টি বুথের বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের কোর্ডিনেটর সহ মণ্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্ব থেকে শুরু করে সংগঠনের সাথে যুক্ত বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷
উপস্থিত নেতৃত্বরা আগামীদিন বিজেপির সাংগঠনিক শক্তিবৃদ্ধি করার ও সমস্ত শাখা সংগঠনের পদাধিকারিদের পুনরায় সক্রিয় করে তোলার জন্য বিস্তারিত আলোচনা হয়৷