স্টাফ রিপোর্টার, মেলাঘর, ২৬ জুলাই।। রুদ্রসাগরের পশ্চিম পাড়ের কেমতলী গ্রামের ছেলে কিশোর বর্মন৷ রাজ্যে শাসক দলের সংগঠনকে চাঙ্গা করে তোলার জন্য বিজেপি দলের রাষ্ট্রীয় সভাপতি নিজে উদ্যোগ নিয়ে কিশোর বর্মনকে পশ্চিম বাংলার উত্তর বঙ্গ থেকে ত্রিপুরা রাজ্যে পাঠিয়েছেন৷
কয়েক দিন আগে তিনি ত্রিপুরার মাটিতে পদার্পণ করার সাথে সাথেই ত্রিপুরা রাজ্য বিজেপি দলের সভাপতি ডা. মানিক সাহা মানপত্র হাতে ধরিয়ে দিয়ে কিশোর বর্মনকে রাজ্য সাধারণ সম্পাদকের পদে নিয়োজিত করেছেন৷ এই কিশোর বর্মন বা রাজ্য সাধারণ সম্পাদককে নিজের জন্মভূমি কেমতলি গ্রামের কমিউনিটি হলে সোমবার সংবর্ধনা দেওয়া হয়৷
কিশোর বর্মন হলেন কেমতলী গ্রামের দ্বিতীয় সন্তান যিনি রাজনীতির আঙিনায় নিজেকে একটা সম্মানিত এবং উজ্জ্বল স্থানে প্রতিষ্ঠিত করতে পেরেছেন৷ এখন শুধু অগ্ণি পরীক্ষা দিয়ে বহু কিছু করে দেখানোর সময়৷ গ্রামের এই গর্বের সন্তানকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়, গ্রামেরই কমিউনিটি হলে৷
আবেগে আপ্লুত হয়ে দৃঢ়তার সাথে গলার স্বর চড়িয়ে কিশোর বর্মন উপস্থিত ব্যক্তিবর্গের সামনে নিজের বক্তব্যে বলেন, ‘জেলে সম্প্রদায়ের লোকজনদের এস সি বলা হয়, জেলে সম্প্রদায়ের শুধু পিছিয়ে পড়া হিসেবেই ব্যবহার হয় না৷ আমাদের সমাজের যদি উন্নতি করতে হয় তবে, আমাদেরকে প্রথমে ভুলে যেতে হবে আমরা পিছিয়ে পড়া, আমরা পিছিয়ে পড়া৷
যতোবার আমরা স্মরণ করবো আমরা পিছিয়ে পড়া ততো বার আমরা পিছিয়ে পড়বো, কোন দিন এগিয়ে যেতে পারবো না৷ আমি নিজেই আপনাদের সামনে একটা উদাহরণ হয়ে আছি৷ আমি কখনোই নিজেকে পিছিয়ে পড়া হিসেবে মানি না৷