স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৭ জুলাই।।
বিলোনিয়া উপ ডাকঘর কর্মসংস্কৃতি লাটে।পোস্টমাস্টার থেকে শুরু করে বাকি কর্মীদের খামখেয়ালীপনা পরিষেবা তলানিতে। এগারোটা বেজে যায় অফিস খুলতে যার ফলে অফিসে স্বাভাবিক কারণে ভিড় জমে যায়।
করোনা কালীন পরিস্থিতিতে থাকেনা সামাজিক দূরত্ব।শুধু একদিন নয় ভোক্তাদের অভিযোগ প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটে চলছে সময়মত পোস্ট অফিস খোলা হচ্ছে না।
বিলোনিয়ার শহরের একমাত্র উপ ডাকঘরটি পোস্টমাস্টার জয়দেব দাসের খামখেয়ালীপনার কারনে ভোগান্তির অন্ত নেই ভোক্তাদের। মঙ্গলবার ও দেখা যায় অফিসের গেট খুলছে সাড়ে দশটায়।এর আগে থেকেই বক্তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে রাস্তাতে।
অফিস খোলার পর দেখা যায় অফিসের মধ্যে না আছে পোস্টমাস্টার নেই একাউন্টেন্ট একমাত্র ডাক পিয়ন রা তাদের কাজ করছে।কিন্তু জনসাধারণের সঙ্গে যারা সরাসরি যুক্ত একাউন্ট সেকশনে কোন লোক নেই এবংপোষ্টমাস্টার নিজেও নেই।
এ বিষয়ে একাউন্ট সেকসানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কে জিজ্ঞাসা করলে উনিও সাড়ে দশটার পরে আসেন কোনো কথা বলতে রাজি হননিপোস্টমাস্টার জয়দেব দাস কে প্রস্ন করাহলে উনিও রাত নটা পর্যন্ত কাজ করার অজুহাত তোলেন কি কারনে আজকে সাড়ে দশটার পর অফিস৷
খোলা হল,বা প্রতিনিয়ত অফিস খোলাহচ্ছে নিজে কি কারনে অফিসে দেরিতে আসেন এবিষয়ে প্রশ্ন করা হলে সদুত্তর দেননি।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]