Demand: দুই দফা দাবিতে শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করলেন এসএসএ শিক্ষকরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুলাই।। দুই দফা দাবিতে সোমবার শিক্ষাভবনে গিয়ে অধিকর্তা ও যুগ্ম অধিকর্তার সঙ্গে দেখা করে সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষক-শিক্ষিকারা৷ পরে আলোচনা শেষে বাইরে বেরিয়ে এসে সর্বশিক্ষার শিক্ষক বাস্তব দেববর্মা জানান, তাদের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷

অবিলম্বে নিয়মিত করণের দাবির বিষয়ে অধিকর্তা জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা৷ তবে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে আশ্বাস দেন তিনি৷ ৫৯০ জন শিক্ষকের এনসি স্ট্যাটাস ক্লিয়ার হচ্ছে না৷ এই ক্ষেত্রে দপ্তরের হস্তক্ষেপ দাবি করেন তারা৷ অধিকর্তা তাদের সাথে সহমত পোষণ করেছেন বলে জানান শ্রী দেববর্মা৷

এদিনের আলোচনায় সন্তোষ প্রকাশ করেন তিনি৷ আগামী ২২ আগস্টের মধ্যে তাদের নিয়মিত করার সময় দিয়েছে উচ্চ আদালত৷ এই সময়ের মধ্যে তাদের নিয়মিত করবে সরকার আশা ব্যক্ত করেন তিনি৷

রাজ্যে ৫২০০ জন সর্বশিক্ষার শিক্ষক রয়েছে৷ অন্যদিকে, অশিক্ষক কর্মী আছেন ৩৯৯ জন৷ ২০০৪ সালে তারা চাকরিতে যোগদান করেন৷ ১৭ বছর হয়ে গেলেও তাদের নিয়মিতকরণ হয়নি৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?