স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৭ জুলাই।। রাজ্য সরকার রাজ্যে ১০০ শতাংশ কোভিড ভ্যাকসিনেশনের লক্ষে কাজ করে চলেছে। মঙ্গলবার ও বুধবার সারা রাজ্যে দু’দিনব্যাপী বিশেষ ভ্যাকসিনেশন শিবিরের আয়োজন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার খোয়াইয়ে দুটি ভ্যাক্সিনেশন শিবির পরিদর্শন করেন।মঙ্গলবার ও বুধবার সারা রাজ্যে কোভিড ভ্যাকসিনেশনের বিশেষ অভিযান চলবে।
মঙ্গলবার দুপুরে খোয়াই মহকুমার জাম্বুরা উপস্বাস্থ্য কেন্দ্র এবং মধ্যসিঙ্গিছড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরেজমিনে পরিদর্শন করেন।
যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের সাথে মতবিনিময় করেন। তাছাড়া মধ্য সিঙ্গিছড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা এক গর্ভবতী মহিলার সাথে মতবিনিময় করেন।
দুটি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, এই দুই দিন সমগ্র রাজ্যে ১০০শতাংশ ভ্যাকসিন দেওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ভ্যাক্সিনেশনে রাজ্যের ভালো ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
এখন পর্যন্ত সমগ্র রাজ্যে ৮৫.৬০ শতাংশ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ২২ লক্ষ ৭০ হাজারের কাছাকাছি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ১৮ ঊর্ধ্ব বাকি ৩ লক্ষ ৭০ হাজার যারা এখনো ভ্যাকসিন নেননি, মঙ্গলবার এবং বুধবার তা সম্পন্ন করা হবে।
মুখ্যমন্ত্রীর পরিদর্শনকালে সাথে ছিলেন রাজ্য ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা।