স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ জুলাই।। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গুরুপূর্ণিমা উৎসব ও গুরু সম্বর্ধনা অনুষ্ঠান-২০২১ আয়োজন করা হয়।
পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব) প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। গুরুপূর্ণিমা উৎসব উদ্বোধন করে জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব) বলেন, গুরুপূর্ণিমা হল আমাদের গুরুজনদের প্রতি সম্মান জানানোর একটি বিশেষ দিন।
এই দিনে আমরা গুরুদের সম্মান জানাই। তিনি আরও বলেন, আমাদের জীবনের প্রথম গুরুজন হলেন আমাদের বাবা-মা, তারপর রয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষাগুরু ও দীক্ষাগুরুজন।
তাদের সকলের উদ্দেশ্যে আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানানোই হল গুরুপূর্ণিমা অনুষ্ঠান উদযাপনের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে গুরুপূর্ণিমা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক অসীম সাহা।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। অনুষ্ঠানে ত্রিপুরার বিশিষ্ট ‘জাদুকলিজা’ শিল্পী সুখিনী দেববর্মা ও বিশিষ্ট চিত্রশিল্পী সাথী দেববর্মাকে গুরু সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক অমৃত দেববর্মা। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ।