স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৭ জুলাই।।বেপরোয়া গতিতে বাইক চালকদের তাণ্ডবে মঙ্গলবার সকালে আরো একটি ভয়াবহ বাইক দুর্ঘটনার খবর উঠে এলো বিলোনিয়া ত্রিপুরা বাজার স্থিত এলাকা থেকে।
বিলোনিয়া বাসপদুয়া নিবাসী ডালিম দেবনাথ এর পুত্র ২৫ বছর বয়সি বিশ্বজিৎ দেবনাথ TR01 8210 একটি বাইকে করে আসার পথে বিপরীত দিক থেকে প্রচন্ড গতিতে আসা বিলোনিয়া বাঁশপাড়া স্থিত নিবাসী বিপ্লব সাহার পুত্র ২৭ বছর বয়সে রুপম সাহা যার বিরুদ্ধে বিভিন্ন সময় নেশা কারবার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এবং ছিনতাই ও চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে বিলোনিয়া থানায় মামলা রয়েছে।
এছাড়া রুপম সহ আরো দুই তিনবার বিভিন্ন প্রথম তারিখে তার বাইক দিয়ে আহত করেছে ।বাইক নাম্বার TR01 B 4653 পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয় দুই বাইক আরোহী।
এলাকাবাসীদের তৎপরতায় খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক বাহিনীকে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া মহাকুমা হাসপাতালে কিন্তু মাথায় প্রচন্ড ভাবে চোট লাগার ফলে।
দুমড়েমুচড়ে গিয়ে পায়ের আঘাত গুরুতর হওয়ার ফলে সাথে সাথে চিকিৎসকরা রেফার করে দেন গোমতী হাসপাতাল বর্তমানে দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।