স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৭ জুলাই।। আজকাল চোরকে চোর বলা যাবেনা। চোরকে চোর বলার অপরাধে খেতে হবে রাম ধোলাই।এমনই এক অনভিপ্রেত ঘটনা ঘটে গেল তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ন এলাকায়।
একজন বাইক চোর কে বাইক চুরি করতে হাতেনাতে ধরে তাই কেন চুরি করল সেই কথা জিজ্ঞেস করতেই বাইকের মালিককে বেধড়ক মারধর করলো ওই বাইক চোর।
ঘটনা জানা যায় মুঙ্গিয়াকামি থানাধীন আঠারমুড়া পাহাড়ের ৩৯ মাইল এলাকার থেকে প্রসেনজিৎ দেববর্মা নিজের বাইক নিয়ে মুঙ্গিয়াকামী বাজারে বাজার করার জন্য। বাইকটি মুঙ্গিয়াকামি বাজারে রেখে বাইকের চাবি প্রসেনজিৎ নিজের নিয়ে বাজারে বাজার করতে চলে যায়। বাজার শেষে বাইকের কোন হদিস না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
দীর্ঘক্ষন খুঁজাখুঁজির পরে জানতে পারে মুঙ্গিয়াকামি বাজার এলাকার জনৈক বাসিন্দা বীরপূর্ণ দেববর্মা এর বাড়িতে বাইকটি রয়েছে। প্রসেনজিৎ দেববর্মা খবর জানতে পেরে বীরপূর্ণ দেববর্মা বাড়িতে ছুটে যায়। তার বাড়িতে বাইকটি দেখে কিভাবে দায়িত্বে আসলো সেই কারণে জিজ্ঞেস করে।
বীর পূর্ণ দেববর্মা তার উত্তরে জানায় অন্য কারোর চাবি নিয়ে বাইকের তালা খুলে নিয়ে এসেছে। বীরপূণ্য কেন চুরি করে বাইক নিয়ে এসেছে তার কারণ জিজ্ঞেস করলে প্রসেনজিতের উপর চওড়া হয়ে মারধর শুরু করে বীর পণ্য দেববর্মা। তাতে প্রসেনজিৎ দেববর্মা গুরুতর আহত হয়।
এলাকাবাসীরা তাকে চিকিৎসার জন্য মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এই ব্যাপারে মুঙ্গিয়াকামি থানায় একটি মামলা দায়ের করেছে প্রসেনজিৎ দেববর্মা। সংবাদে জানা যায় বীর পূর্ণ দেববর্মা বর্তমানে পলাতক রয়েছে।