Third Wave: তৃতীয় তরঙ্গে সংক্রমণের আশঙ্কা ও নয়া প্রজাতি রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে দেশের কোণায় কোণায়

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। তৃতীয় তরঙ্গে সংক্রমণের আশঙ্কা এবং করোনার নয়া প্রজাতি রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে দেশের কোণায় কোণায়। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় তরঙ্গ। এর জন্য মুলত দায়ী করা হচ্ছে ডেল্টা প্লাস স্ট্রেন-কে। এর মধ্যে আইআইটি কানপুরের গবেষণার তথ্য রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গবেষকরা দাবি করছেন, করোনার তৃতীয় তরঙ্গে ভারতে দৈনিক সংক্রমণ ৫ লক্ষ ছুঁতে পারে! ‘সাসেপটিবল-ইনফেকটেড-রিকভার্ড’ মডেলে যে গবেষণাটি তাঁরা করেছেন, তাতে তৃতীয় তরঙ্গ সম্পর্কিত তিনটি আশঙ্কার কথা জানানো হয়েছে। যথা, ১. অক্টোবরে তৃতীয় তরঙ্গের সর্বোচ্চ অবস্থান থাকবে।

এই সময় প্রভাব পড়বে সবচেয়ে বেশি। দ্বিতীয় তরঙ্গের তুলনায় ভয়াবহতা খানিকটা কম হলেও ভারতে দৈনিক সংক্রমণ ৩.২ লক্ষ পর্যন্ত হতে পারে।২. করোনার নতুন প্রজাতি খুব দ্রুত মানুষের মধ্যে সংক্রমণ ছড়াবে। সেপ্টেম্বরের শেষেই পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে। দেশে দৈনিক সংক্রমণ হতে পারে ৫ লক্ষে। যদিও গবেষণায় দ্বিতীয় তরঙ্গের কথা উল্লেখ করা হলেও, প্রথম ঢেউ-এর তুলনায় পরিস্থিতি সামান্য জটিল হবে বলেই আশঙ্কা গবেষকদের। গবেষণার আগে তিনটি বিষয়ে তাঁরা নজর দিয়েছেন।

এক, সংক্রমণ রুখতে টিকাকরণের অবদান কতটা, তা বাদ রাখা হয়েছে তথ্য থেকে। দুই, আশঙ্কা করা হয়েছে দেশের সমস্ত মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা এক। তিন, জুলাইয়ের শেষে দেশে লকডাউন উঠে গেলে। অন্যদিকে চলতি বছরের ‘অক্টোবর মাসের মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ’- একটি সংবাদ সংস্থার সমীক্ষা অনুযায়ী এমনই তথ্য প্রকাশ্যে এসেছে ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, ভাইরোলজিস্ট, মহামারি নিয়ে গবেষণারত বিজ্ঞানী, অধ্যাপকদের নিয়ে এই সমীক্ষা করা হয় ৷

সমীক্ষায় এটা স্পষ্ট যে ভারতে চলতি বছরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে ৷ তবে ঠিক কোন সময়ে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে ৷ ৮৫ শতাংশের মতে, অক্টোবরেই ভারতে আসতে চলেছে তৃতীয় ঢেউ ৷ বাকি কিছুজনের মতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা অগাস্ট কিংবা সেপ্টেম্বরে ৷ চলতি বছরের নভেম্বরের শেষ থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিকেও বেছে নিয়েছেন বেশ কয়েকজন ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?