অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। ২০০২ সালে ‘গিগলি’ ছবির শুটিংয়ে আলাপ বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের। তারপর প্রেম ও একসঙ্গে বসবাস। ২০০৩ সালের সেপ্টেম্বরে অভিনেতা ও গায়িকার বিয়ের তারিখ স্থির হয়। সব ঠিক থাকলে সেটি হতো জেনিফারের তৃতীয় ও বেনের প্রথম বিয়ে।
শেষ পর্যন্ত তা আর হয়নি। ২০০৪ সালে বাগদান ভেঙে দেন তারা। এরপর দুজনে বিয়ে ও একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু সবশেষে ১৭ বছর পুরোনো প্রেমকেই খুঁজে নিলো ‘বেনিফার’।
মাস কয়েক আগেই তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন শোনা যায়। এবার জেনিফার তার স্বীকারোক্তি দিলেন।
মে মাসে এক সময়ের জনপ্রিয় এই জুটিকে ছুটি কাটাতে দেখা যায়। মন্টানার ইয়েলোস্টোনে একটি গাড়ির ভেতরে তাদের দেখে উত্তেজিত অনুরাগীরা ক্যামেরাবন্দি করেন। সেই ঘটনার দুই মাস পেরোতে জেলো নিজের জন্মদিনে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন।
শনিবার ৫২ বছরে পা দিলেন গায়িকা। এ উপলক্ষে রবিবার টুইটার প্রোফাইলে কয়েকটি ছবি পোস্ট করেন। তার মধ্যেই ফুটে উঠল বেন ও তার চুম্বনের ছবি।
সেই থেকে নতুন করে চর্চা হচ্ছে তাদের ভেঙে সম্পর্কের কাহিনি। ওই সময় লোপেজ জানিয়েছিলেন, এটাই ছিল সত্যিকারের হৃদয়ভাঙা প্রেম। কিন্তু তাদের প্রতি মিডিয়ার অতিরিক্ত আগ্রহ কোনোভাবেই স্বস্তি দিচ্ছিল না অভিনেতা-নির্মাতাকে। তাই তিনি সম্পর্ক থেকে সরে আসেন।
অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে বিয়ে ভাঙার পর কয়েক বছর ধরে একাই আছেন বেন। অন্যদিকে সম্প্রতি বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান ভেঙেছেন লোপেজ। এরপর সাবেক পার্টনারকে নিয়ে ভবিষ্যতের গল্প বুনছেন দুই তারকা।