স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৬ জুলাই।। সাব্রুম রেল স্টেশনে যাতায়াতের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নৃত্য দিন ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন ও সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
রাস্তা সংস্কারের দাবি জানিয়েও ইতিবাচক সাড়া পাচ্ছেন না এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সাব্রুম রেল স্টেশন সংলগ্ন রায়বুড়া টিলা ও ভূমিহীন টিলা যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। তাতে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ।
জানা যায় দীর্ঘ বছর ধরে সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক থেকে যুব শক্তি ক্লাব হয়ে রেল স্টেশনে যাওয়ার রাস্তা এবং ভূমিহীন টিলা ও রায়বুড়া টিলা এলাকার জনগণের যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটিতে জল ও কাদা জমে রয়েছে । সাব্রুম রেল স্টেশনের রেল লাইনের কাজ করার সময় ওই দুই এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে ফেলা হয়। পরবর্তী সময়ে বলা হয়েছিল ওই স্থানে নতুন করে রাস্তা নির্মাণ করা হবে।
কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হলেও এখনো রাস্তা নির্মাণের কাজ শেষ হয়নি । ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে প্রচুর পরিমাণে কাদা। এতে করে যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই এলাকার বসবাসকারী ও পথচলতি জনগণের।
এমনকি, সাব্রুম রেল স্টেশনে পৌঁছনোর সবচেয়ে কাছের রাস্তাটি দিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো চলাচল করে সেগুলো বর্তমানে সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না ।ফলে আর্থিক ক্ষতির মুখে অটো চালকরাও। বহুবার স্থানীয় পঞ্চায়েতের মেম্বার, প্রধান ও পঞ্চায়েতকে জানানোর পরেও কোন কাজ হচ্ছে না।
ফলে ওই রাস্তা দিয়ে ছোট বড় গাড়ি চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে । যদি কোন ব্যক্তি অসুস্থ হয় কিংবা কোন দুর্ঘটনা ঘটে তাহলে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িও ওই এলাকায় পৌঁছাতে পারবে না।
স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তাটি যেন সংস্কার করা হয়। তার জন্য সাব্রুমের বিধায়ক ও পূর্ত দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী ।