Plantation: প্রকৃতির ভারসাম্য রক্ষায় একটি গাছ কাটার আগে ১০টি গাছ লাগানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৬ জুলাই।। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। একটি গাছ কাটার আগে ১০টি গাছ লাগান। আজ বনমহোৎসবের অঙ্গ হিসেবে মোহনপুর মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে ও রাস্তার পাশে সৌন্দর্যায়ণ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

মোহনপুর পুর পরিষদের উদ্যোগে এবং মোহনপুর মহকুমা শাসক ও মোহনপুর কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আজ মোহনপুর মহকুমা শাসকের অফিস থেকে সিধাই থানা পর্যন্ত রাস্তার দুপাশে প্লাম ট্রি ও ঝাউ গাছ লাগানো হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সংখ্যালঘু অংশের ৮টি পরিবারের প্রতিনিধির হাতে গৃহ নির্মাণের জন্য ৭৫ হাজার টাকার অনুমোদনপত্র তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বনমহোৎসব ও বৃক্ষরোপনের কথা এলেই সবার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করতে হয়। ১৯২৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বনবহোৎসবের আয়োজন করেছিলেন। বলা যায় সেই দিন থেকেই ভারতে শুরু হয় বনমহোৎসব।

১৯৫০ সালে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কানাইলাল মানিকলাল মুন্সী আমাদের দেশে সরকারিভাবে বনমহোৎসব শুরু করে ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কমপক্ষে ৩৩.২৩ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন।

কিন্তু বর্তমানে দেশে বনাঞ্চলের পরিমাণ মাত্র ২১.৫৪ শতাংশ। প্রয়োজনের তুলনায় বনভূমি কম হওয়ায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। অনেক জায়গায় সময়মত বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও কোথাও অত্যাধিক বৃষ্টিপাত হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরাতে বনভূমির পরিমাণ প্রায় ৭০ শতাংশ হলেও আরও গাছ লাগাতে হবে। তথা দিয়ে তিনি বলেন, রাজ্যে বর্তমানে ৫৪ লক্ষ আগর গাছ আছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও ৫০ লক্ষ আগর গাছ লাগানো হবে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না। গাছের পরিচর্যা ও রক্ষনাবেক্ষণও করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, মহোনপুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস।

স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর কৃষি তত্ত্বাবধায়ক উত্তম সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুরের বিডিও শুভব্রত ভট্টাচার্য প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?