Nusrat Jahan: গর্ভনিরোধক ওষুধ সংক্রান্ত নানা আলাপ আলোচনার মাঝে বারবার নারীদের ক্ষমতায়নের কথা বলেন নুসরাত

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হতে যাচ্ছেন। তবে এখনো গোপনই রয়ে গেছে সেই সন্তানের পিতৃপরিচয়। তবে ভারতে সিঙ্গেল মাদার হওয়া আইনত বৈধ। নিখিল জৈনের সঙ্গে হওয়া তুরস্কের বিয়ে অবৈধ বলেই জানিয়ে দিয়েছেন নুসরাত।

এদিকে ২৫ জুলাই সন্ধ্যায় ভারতীয় পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে ‘সুবিধা’ গর্ভনিরোধক ওষুধের ফেসবুক পেজ থেকে লাইভে ছিলেন তিনি। সেখানে গর্ভনিরোধক ওষুধ সংক্রান্ত নানা আলাপ আলোচনার মাঝে বারবার নারীদের ক্ষমতায়নের কথা বলেন নুসরাত। সমাজে পুরুষ আর নারীর মধ্যে এখনো যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এখনো যে নারীরা তাদের মনের কথা খোলাখুলি বলতে পারেন না সমাজের ভয়ে, সে ব্যাপারেই কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে।

নুসরাত বলেন, ‘আমার মেয়ে হলে তাকে শেখাব যাতে কারও কাছে কখনো মাথা নত না করে। ছেলে হলেও এটাই শেখাব। একজন মানুষ হিসেবে নিজের শর্তে বাঁচা খুব জরুরি। সমাজ কী বলল বা কী ভাবল তার ভয়ে নয়। সবার আগে তাই নিজেকে ভালোবাসতে হবে।’

এখন কীভাবে দিন কাটছে হবু মা নুসরাতের? নিজের মুখেই তিনি জানালেন সে কথা, ‘সবার আগে নিজের শরীরের খেয়াল রাখছি। নিজে সব সময় খুশি আর পজিটিভ থাকার চেষ্টা করছি। আমাকে যারা চেনেন, তারা জানেন আমি খুব পজিটিভ একটা মানুষ। নিজের মতো করে ভালো থাকতে ভালোবাসি। আর এখন সেটাই করছি। কাজ যা হচ্ছে, তার বেশির ভাগই তো অনলাইনে। তার মাঝে অবশ্য কিছু বিজ্ঞাপনের শুটিং করেছি, ফটোশুট করেছি।’

ট্রোলিংয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, ‘বহুদিন আগেই সেসব পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছি। আসলে পাবলিক ফিগার হলেই তো লোকে ভাবে একে নিয়ে যা ইচ্ছে বলা যায়! বেশির ভাগই ফেক অ্যাকাউন্ট। কী হবে সেসব ভেবে!’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?