অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। বার্সেলোনা ও ব্রাজিলিয়ান তারকা নেইমারের মধ্যে বেশ কিছু দিন ধরেই আইনি লড়াই চলছে । সোমবার এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, তাদের প্রাক্তন খেলোয়াড়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছেন তারা।
২০১৭ সালের আগস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার। তার মাত্র ৯ মাস আগে ক্যাম্প ন্যুতে দলটির সঙ্গে নতুন চুক্তি করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।
সে অনুযায়ী, তাকে চার কোটি ৬৩ লাখ ইউরো বোনাস দেওয়ার শর্ত ছিল উল্লেখ করে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করেন নেইমার। আবার বার্সেলোনা তখন নেইমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের আলাদা অভিযোগ এনে মামলা ঠুকে দিয়েছিল।
গত বছরের জুনে নেইমারের করা মামলা খারিজ করে দেয় স্পেনের একটি আদালত এবং তাকে আদেশ দেয় উল্টো ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে দিতে। স্পেনের গণমাধ্যমের খবর, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার পাশাপাশি কাতালান দলটির বিরুদ্ধে নতুন মামলাও করেছিলেন নেইমার। যার সবই এখন মিটে গেল।