অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। ভূমিধস এবং বন্যার জেরে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত প্রায় ১৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও এখন নিখোঁজ রয়েছেন ১০০। মহারাষ্ট্র সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সাঁতারা এবং রায়গড় জেলা থেকে ৩৬টি অতিরিক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে রবিবার। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ মানুষদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সোমবার জানিয়েছে।
বন্যাকবলিত অঞ্চল থেকে প্রায় ২.২৯ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ১৬৪ টি মৃত্যু হয়েছে এবং ২৫,৫৬৪টি প্রাণী মারা গিয়েছে। এছাড়াও মোট ৫৬ জন আহত হয়েছেন এবং ১০০ এখনও নিখোঁজ রয়েছে।জানা যায়, বর্তমানে ২৫৯ টি আশ্রয়কেন্দ্রে ৭৮৩২ জনকে পুনর্বাসিত করা হয়েছে।
মহারাষ্ট্র সরকার জানিয়েছে, রত্নগিরি জেলার বন্যাকবলিত চিপলুন শহরে পাঁচটি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। এনডিআরএফের ২৫ টি দল, এসডিআরএফের চারটি দল, কোস্টগার্ডের দুটি দল, নৌবাহিনীর পাঁচটি দল এবং সেনাবাহিনীর তিনটি দল ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ক্ষতিগ্রস্ত জেলাগুলিকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। রবিবার বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন।