Jackie Mason: আমেরিকার জনপ্রিয় কৌতুক অভিনেতা জ্যাকি মাসোন আর নেই, বয়স হয়েছিল ৯৩ বছর

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। আমেরিকার জনপ্রিয় কৌতুক অভিনেতা জ্যাকি মাসোন আর নেই। তার বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত জটিলতায় দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্যাকি মাসোন। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

জ্যাকি মাসোন ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান। ১০৮৬ সালে ‘ব্রডওয়ে’র টকশো ‘দ্য ওয়ান-ম্যান শো’ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।

তার উপস্থিত বুদ্ধি এবং রসবোধ মুগ্ধ করত দর্শকদের। তবে মাঝে মাঝে সমালোচিতও হয়েছেন। একবার তিনি বলেছিলেন, ‘আমেরিকার আশি শতাংশ বিবাহিত পুরুষ প্রতারণা করেন, বাকিটা করেন ইউরোপের পুরুষেরা।’ তার এই মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল।

জ্যাকি মাসোন ‘দ্য সিম্পসনস’-এর ‘ক্রাস্টি দ্য ক্লাউন’স ফাদার’ চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য টনি অ্যাওয়ার্ড এবং অ্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?