অনলাইন ডেস্ক, ২৫ জুলাই।। ব্যাট হাতে সূর্যকুমার যাদব আলো ছড়ালেন। বল হাতে নজর কাড়লেন ভুবনেশ্বর কুমার। এই দুইয়ের নৈপুণ্যে ওয়ানডে সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা করল ভারত।কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার ৩৮ রানের জয় তুলে নেয় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল।
টস হেরে ব্যাট করতে নামা ভারত এদিন ৫ উইকেটে ১৬৪ রানের পুঁজি গড়েছিল। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।১৬তম ওভারে ৪ উইকেটে ১১১ রান ছিল লঙ্কানদের। সেখানে থেকে মাত্র ১৫ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি।
ভুবনেশ্বর কুমার ৩.৩ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট শিকারে হন ম্যাচসেরা। ২ উইকেট পেয়েছেন দীপক চাহার।লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অভিষিক্ত চারিথ আসালঙ্কা। ২৬ বলে ৩টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান তিন।
এর আগে ভারতের পক্ষে ফিফটি হাঁকান সূর্যকুমার যাদব। ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ঠিক ৫০ রান করেন তিনি। অধিনায়ক শিখর ধাওয়ান ৩৬ বলে ৪৬ রান করেন ৪ চার ও ১ ছক্কায়।লঙ্কানদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন দুষ্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।