অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। ভেবেছিলেন সবার আগে ফিনিশ লাইন পার করেছেন। এই ভাবনায় স্বর্ণ জেতার আনন্দে হাত উঁচু করে উদযাপনেও মাতেন। কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন, আসলে হয়েছেন দ্বিতীয়।
অলিম্পিকে রবিবারের ইভেন্টে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন। ৩৮ বছর বয়সী রেসার আনিমেক ভ্যান ভ্লিউটেন নিজের কাছে নিজেই এভাবে বোকা বনে যান।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী এই প্রতিযোগী ১৩৭ কিলোমিটার রেস ৩ ঘণ্টা ৫৪ মিনিটে শেষ করেন।
অস্ট্রেলিয়ার প্রতিযোগী আনা কিসেনহোফার তার চেয়ে মিনিট খানেক আগে লাইন পার করলেও তিনি বুঝতেই পারেননি।
ভ্লিউটেন রেস শেষ করে বলেন, ‘জানতাম না। ভেবেছিলাম, আমি জিতেছি। এটা নিয়ে বিরক্ত। প্রথমে তো আমিই বোকা সেজেছি। পরে অন্যরাও বুঝতে পারেনি কে জিতেছে। ’
আরেক প্রতিযোগীও বিষয়টি ধরতে পারেননি। তিনি ভ্লিউটেনকে অভিনন্দন জানিয়ে ফেলেন। কিসেনহোফার লাইন স্পর্শ করেন ৩ ঘণ্টা ৫২ মিনিট এবং ৪৫ সেকেন্ডে।