অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে যোগ দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক সোমবার স্থানীয় সময় সকালে জুভদের কন্তিনাসা স্পোর্টস কমপ্লেক্সে যান। এরপর ক্লাবের মেডিক্যাল সেন্টারে তার রুটিন স্বাস্থ্য পরীক্ষা হয়।
ইউরো কাপের পর থেকে ৩৬ বছর বয়সী রোনালদো ছুটিতে ছিলেন। ২০১৬ ইউরো কাপের চ্যাম্পিয়ন পর্তুগাল এবার শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়।
সাবেক রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে ২০২১-২২ মৌসুম শেষেই জুভদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ আগামী গ্রীষ্মে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাবেন তিনি। তবে এখনই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এমনকি নতুন মৌসুমেই তিনি অন্যত্র পাড়ি দিতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।
ইএসপিএন তাদের খবরে বলেছে, রোনালদোর প্রতিনিধিরা ইউরোপের বেশ কিছু শীর্ষ ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন।তবে জুভ ভাইস প্রেসিডেন্ট পাভেল নেদভেদ শনিবার বলেছেন, ‘রোনালদো তার চুক্তিকে সম্মান জানাবেন।’ এদিকে রোনালদো নিজেও তার ভবিষ্যৎ নিয়ে এখনো খোলামেলা কিছু বলেননি।
গত মৌসুমে জুভদের হয়ে ৪৪ ম্যাচে ৩৬ গোল করেন রোনালদো। যদিও সিরি ‘আ’ শিরোপা জিততে ব্যর্থ হয় তার দল। তবে জুভদের কোপা ইতালিয়া জয়ে বড় ভূমিকা রাখেন রোনালদো। ২৯ গোল করে ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা।