অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’ ইতিমধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে আরও একটি ধরনের হদিস মিলল।
এখনো পর্যন্ত ১৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। বিজ্ঞানের পরিভাষায় ধরনটির নাম বি১.৬২১।
সম্প্রতি কভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
তবে দেশটির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গোটা বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। এ ছাড়া ধরনটির কারণে রোগীরা বেশি অসুস্থ হচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে আসছে, এ রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ব্রিটেন ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এই ভেরিয়্যান্টের হদিস পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জানুয়ারিতে বি১.৬২১-এর প্রথম পাওয়া যায় কলম্বিয়ায়। এরপর থেকে এখনো পর্যন্ত ২৬টি দেশে ছড়িয়েছে।