স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৬ জুলাই।। কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষক বিরোধী কালো কৃষি আইন বাতিল ও শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল সহ কিউবায় মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনী হস্তক্ষেপের প্রতিবাদে সোমবার সারা দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে গন্ডাছড়া মহকুমাতেও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়।
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে সোমবার সারা ভারত কৃষক সভা, জিএমপি, সিআইটিইউ ও খেতমজুর ইউনিয়ন এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে গন্ডাছড়া বাজার সংলগ্ন সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম গন্ডাছড়া মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, সিআইটিইউ গন্ডাছড়া মহকুমা সম্পাদক সুশান্ত হাজারি, কৃষক সভার সম্পাদক অভিলাষ সরকার, খেত মজুর ইউনিয়নের সম্পাদক জিতেন্দ্র পোদ্দার, জিএমপি সম্পাদক রমেশ ত্রিপুরা ও চারু কুমার চাকমা প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপের প্রতিবাদে দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।গন্ডাছড়া বামেরা সোমবার আন্দোলন কর্মসূচি পালন করলেও পুলিশ তাদের তেমন কোনো বাধা-বিপত্তি দেয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।