CM Biplab: বিজেপির নবনিযুক্ত সাধারণ সম্পাদক কিশোর বর্মন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুলাই।।
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত সাধারণ সম্পাদক কিশোর বর্মন সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাসভবনে এসে সাক্ষাত্‍ করেন।

তাঁর অভিজ্ঞতা বিজেপি ত্রিপুরা প্রদেশ সংগঠনকে আরও দৃঢ় হবে বলে মনে করেন শ্রী দেব। মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করি সমস্ত কার্যকর্তা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য পূরণে কাজ করবেন।

প্রসঙ্গত ২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো বেশি সাজিয়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছে। এখানে উল্লেখ করা যায় কিশোর বর্মন পশ্চিমবঙ্গে দলের দায়িত্ব পালন করেছেন।

রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির তরফে দলীয় সংগঠন সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জানা গিয়েছে রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হবে। নতুন কয়েকজন স্থান দেওয়া হবে। পুরনো কয়েকজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?