স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৬ জুলাই।। রাজ্য সরকার ১৮ ঊর্ধ নাগরিকদের ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। ৪৫ ঊর্ধ্বদের পর এবার ১৮ ঊর্ধ্ব নাগরিকদের জন্য আগামীকাল ও ২৮ জুলাই এই দুইদিন রাজ্যব্যাপী বিশেষ টিকাকরণ অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে।
রাজ্যে মিশনমুডে এই কর্মসূচি রূপায়িত হবে। আজ গোমতী জেলার ব্রক্ষ্মছড়া ভিলেজের প্রবীণ জনজাতি রমনী তারাকন্যা দেববর্মার সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মুখ্যমন্ত্রী দু’দিনব্যাপী এই বিশেষ টিকাকরণ অভিযানে ও কোভিড মুক্ত রাজ্য গড়তে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, প্রবীণ তারাকন্যা দেববর্মা সম্প্রতি কোভিড টিকা নিয়েছেন। যিনি বার্ধক্যজনিত কারণে একা চলাফেরা করতে পারেননা। এমনকি তিনি ভালভাবে শুনতেও পারেননা।
আজ ব্রক্ষ্মছড়া ভিলেজে এসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তারাকন্যা দেববর্মার সাথে কথা বলেন ও তার স্বাস্থ্যের খোজখবর নেন। এই বয়সেও তারাকন্যা দেববর্মা কোভিড ভ্যাকসিন নেওয়ায় মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারাকন্যা দেববর্মাও আপ্লুত। মুখ্যমন্ত্রী তারাকন্যা দেববর্মার জন্য একটি হুইলচেয়ার ও শ্রবণ যন্ত্র ব্যবস্থা করে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে দেশব্যাপী কোভিড ভ্যাকসিন কর্মসূচি চলছে। আমাদের রাজ্যেও কোভিড ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত করতে রাজ্য প্রশাসন, স্বাস্থ্যদপ্তর ও রাজ্যের সচেতন নাগরিকগণ সহযোগিতা করছেন।
https://www.facebook.com/632536300181382/posts/3649367961831519/
রাজ্যের নাগরিকগণ কোভিড ভ্যাকসিন যাতে নিতে এগিয়ে আসে সেজন্য রাজব্যাপী ব্যাপক প্রচার অভিযানও চালানো হচ্ছে। এরই ফলশ্রুতিতে গোমতী জেলার ব্রক্ষ্মছড়া ভিলেজের প্রবীণ রমণী তারাকন্যা দেববর্মাও কোভিড ভ্যাকসিন নিয়েছেন। তারাকন্যা দেববর্মা কোভিড ভ্যাকসিন নিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি এখন রাজ্যের ১৮ ঊর্ধ্ব নাগরিকদের কাছে অনুপ্রেরণাও। ব্রহ্মাছড়া ভিলেজে তারাকন্যা দেববর্মার বাড়িতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব ঘোষ, জেলাশাসক ও সমাহর্তা রাভেল হেমেন্দ্র কুমার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।