স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুলাই।। সোমবার সকাল থেকে রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর বাজার এলাকায় সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হয় সদর মহকুমা প্রশাসক ও পুলিশ কর্মীরা।
এদিন যারা মাস্ক পরিধান করে নি এবং সামাজিক দূরত্ব বজায় রাখে নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি বেশ কিছু সংখ্যক অসচেতন নাগরিককে এন্টিজেন টেস্ট করানো হয়।
উইকেন্ড কারফিউ এবং কড়া বিধিনিষেধ আরোপ করেও রাজ্যে করোণা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাতে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েই চলেছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে সচেতনতামূলক কর্মসূচি আরো বেশি সংখ্যায় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজধানী আগরতলা শহরের মাছ ও সবজির বাজার করি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা চন্দ্রপুর এলাকায় সোমবার সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে যাদের মাক্স নেই তাদেরকে জরিমানা এবং করোণা টেস্টিং করোনো হয়।
সোমবার সকালে করোণা টেস্টিং করানো হয় ৫০ জনের উপরে । যাদের টেস্টিং হয়েছে এর মধ্যে একজনকে পজিটিভ পাওয়া গিয়েছে । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ডিসিএম আশিস বিশ্বাস।
রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি এবং করোনা টেস্টিং কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।