স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৬ জুলাই।। খোয়াই আগরতলা ভায়া মোহনপুর সড়কের বোয়ালখালীতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে দ্রুতগামী একটি বুলেরো গাড়ি ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাতে অবশ্য হতাহতের কোনো খবর নেই।
সোমবার ভোর রাতে আগরতলা টু মোহনপুর সড়কের বোয়ালিয়াতে বাস ও বুলেরো গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । অবশ্য এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। হতাহত না থাকলেও ব্যাপক ক্ষতি হয় বুলেরো গাড়িটির।
বুলেরো গাড়ির চালক উত্তম খারিয়া জানায়, এদিন ভোরে সে মাছ নিয়ে খোয়াই থেকে বুলেরো গাড়ি নিয়ে এই সড়কটি ধরে রানিরবাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় বোয়ালিয়াতে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বাস গাড়িটির পেছনে দ্রুতগতিতে ধাক্কা লাগলে ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সাতসকালেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।