Protests: করোনা মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ব্রাজিলে প্রেসিডেন্ট অভিশংসনের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক, ২৫ জুলাই।। করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ব্রাজিলে প্রেসিডেন্ট জইর বলসোনারোর অভিশংসনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ব্রাজিলের ৪০০টি শহরে এই বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে দেশটিতে ভয়াবহ পরিস্থিতির জন্য বলসোনারোর উদাসীনতাকে দায়ী করেন বিক্ষোভকারীরা। তারা ‘কেউ আর কিছু নিতে পারবে না’, ‘দুর্নীতিবাজ বিদায় হও’ বলে স্লোগান দেন।বামপন্থী রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন ও সামাজিক গোষ্ঠীর ডাকে চতুর্থ সপ্তাহের মতো বিক্ষোভ চলছে ব্রাজিলে।

প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে টিকা কেনায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।গত ৩০ জুন কংগ্রেসে বিরোধীরা বলসোনারোর অভিশংসনরে দাবি উত্থাপন করেন। তবে স্পিকারসহ কংগ্রেসে বলসোনারোর পক্ষে যথেষ্ট সমর্থন থাকায় অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়নি।

রিওসহ ব্রাজিলের অন্য শহরগুলোতে বিক্ষোভকারীরা দেরিতে টিকাদান কর্মসূচি শুরু, বেকারত্বের উচ্চহারের জন্য বলসোনারোর সরকারকে দায়ী করেন। মহামারিতে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগণের জন্য জরুরি ত্রাণের দাবি জানান তারা।

বলসোনারোর জনপ্রিয়তা ক্রমেই কমছে। জনমত জরিপে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ ব্রাজিলের বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কাছে বলসোনারো পরাজিত হতে পারেন বলে আভাস দেওয়া হয়েছে।

ব্রাজিলে প্রায় দুই কোটি মানুষ করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। দেশটিতে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?