স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৫ জুলাই।। ধলাই জেলার গন্ডাছড়ায় লক্ষীপুর ত্রিশ কার্ড এলাকায় একই দিনে দিনদুপুরে দুটি বাড়িতে পরপর চুরির ঘটনা ঘিরে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। একই দিনে দুটি বিকলাঙ্গ পরিবারের বাড়িতে চোরের হানা।
ঘটনার চার দিন অতিক্রান্ত হলেও চোর ধরতে ব্যর্থ পুলিশ। ঘটনার বিবরনে জানা যায় ,গন্ডাছড়ার লক্ষীপুর ত্রিশ কার্ড গন্ডাছড়া ডিগ্রি কলেজ সংলগ্ন মিনতি বিশ্বাস এবং কল্পনা সরকারের বাড়িতে গত সোমবার দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে।
এই সময় পরিবারের লোকজন বাড়িতে ছিল না। এদিন মিনতি বিশ্বাসের বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ ৫০০০ টাকা নিয়ে যায়। অপর দিকে, কল্পনা সরকারের বাড়িতে হানা দিয়ে নগদ ৩০০০ টাকা নিয়ে যায় চোরের দল।
দুটি চুরির ঘটনার বিবরণ দিয়ে গন্ডাছড়া থানায় মামলা করা হলেও পুলিশ এখন পর্যন্ত চুরি যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় নি। উল্লেখ্য ,মিনতি বিশ্বাস এবং কল্পনা সরকার তাদের দুই জনের বাড়িই পাশাপাশি। তারা দুজনেই বিকলাঙ্গ এবং স্বামীহারা।
রেগার কাজ এবং বনের লাকড়ি বিক্রি করে তাদের সংসার প্রতিপালন করতে হয়। মিলনি বিশ্বাসের ১ মেয়ে এবং কল্পনা সরকারের ৩ মেয়ে নিয়ে অতিকষ্টে দিন যাপন করতে হচ্ছে। এক বেলা খেলে অন্য বেলা উপোষ করে থাকতে হয়।
এই রকম দুটি অসহায় পরিবারের বাড়িতে চোরের হানায় গোটা এলাকা জুরে নিন্দার ঝড় বইছে। অবিলম্বে চোরদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।