Maintenance: প্রশাসনিক উদাসীনতায় শেষ পর্যন্ত বিসি নগর বেহাল রাস্তা মেরামতের উদ্যোগ গ্রামবাসীদের

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৫ জুলাই।। তিন বছর ধরে বেহাল দশা চলাচলের একমাত্র রাস্তা। পঞ্চায়েত কিংবা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও মিলেনি কোন সমাধান সূত্র। বাধ্য হয়ে  রাস্তা সারাইয়ে নামল এলাকাবাসী। ঘটনা বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড উত্তর দুর্গাপুর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় চন্ডিপুর ব্লকের অন্তর্গত বি সি নগর গ্রাম পঞ্চায়েত এলাকার ২ নং ওয়ার্ড উত্তর দুর্গাপুরের যোগাযোগের একমাত্র রাস্তাটির বেহাল দশা বিগত তিন বছর ধরে। স্থানীয়রা পঞ্চায়েত ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কোন কাজ হয়নি।  পঞ্চায়েত এর তরফ থেকে জানানো হচ্ছে এই রাস্তাটি সংস্কার করবে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর।

কারণ এটি মনু নদী পার্শ্ববর্তী বাধ। অপরদিকে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর স্থানীয়দের সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছে না। শুখা মরশুমে কোন ভাবে চলাচল করা গেলেও বর্ষার মরসুমে সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে ওঠে এই রাস্তাটি। সবথেকে অসুবিধার সম্মুখীন হতে হয় চিকিৎসার পরিসেবা নেওয়ার জন্য গাড়ি প্রবেশ করে না এলাকায়, প্রবেশ করলেও কর্দমাক্ত রাস্তায় ফেঁসে যায় গাড়ি।

বিভিন্ন এলাকায় সমস্যা সমাধানে স্থানীয়রা যখন পঞ্চায়েত ঘেরাও কিংবা সড়ক অবরোধের পথ বেছে নেয় সেখানে উত্তর দুর্গাপুর এলাকার বাসিন্দারা ব্যতিক্রম চিন্তা ধারা নিয়ে নিজেরাই সড়ক সংস্কার করলো যদিও এক্ষেত্রে তাদের সাহায্য করে পার্শ্ববর্তী এলাকায় ইটভাটা মালিক।

তবে স্থানীয়দের তরফ থেকে জানানো হয়েছে যে বিষয়টি যদি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে ও হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চায়েত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসা উচিত কারণ তারাও এই পঞ্চায়েতেরই বাসিন্দা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে তারা পঞ্চায়েত কিংবা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে ধর্নায় বসবে।

তিন বছর আগেও এই রাস্তাটি সংস্কার ও বাধ মেরামতের জন্য সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা তখনও মহকুমা শাসক ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল বিষয়টি সমাধানের।

তিন বছর পরও নেওয়া হয়নি সঠিক পদক্ষেপ। স্থানীয়দের এই সমস্যার ব্যাপারে ওয়ার্ডের নির্বাচিত পঞ্চায়েত সদস্য দীপক পালের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি গা ডাকা দেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?