অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন চীনের ইয়াং কিয়ান। শনিবার নারীদের ১০ মিনিট এয়ার রাইফেল প্রতিযোগিতায় রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন এই শুটার।
রৌপ্য পদক জিতেছেন রাশিয়ান শুটার আনাসতাসিয়া গালাশিনা এবং ব্রোঞ্জ মেডেল পরেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন। বাছাইয়ে ষষ্ঠ হয়েও করলেন বাজিমাত করলেন ইয়াং।
২৫১.৮ স্কোর করে অলিম্পিক রেকর্ড গড়েছেন তিনি। শেষ শটে স্নায়ুর চাপ ধরে রেখে ৯.৮ স্কোর গড়ে স্বর্ণ নিশ্চিত করেন ইয়াং।