অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। এক আলেজেরিয়ান জুডোকো ও তার কোচকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন। শনিবার টোকিও অলিম্পিকে ফেথি নোরিন নামের ওই জুডোকো প্রতিপক্ষ হিসেবে পান ইসরায়েলি প্রতিপক্ষকে। কিন্তু ইভেন্ট শুরুর আগে ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে লড়তে অস্বীকৃতি জানিয়ে নাম প্রত্যাহার করে নেন তিনি।
এই ঘটনায় আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ) এক বিবৃতিতে, নোরিন ও তার কোচ অমর বেনিখেলফকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা জানায়। ইসরায়েলি অ্যাথলেটের বিপক্ষে ইভেন্টে লড়তে অস্বীকৃতি জানানোয় এই শাস্তি পেলেন নোরিন।
ইসরায়েলি প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার প্রসঙ্গে তিনি আলজেরিয়ান টিভিকে জানান, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিদ্যমান নির্যাতনের প্রতিবাদে তিনি নাম প্রত্যাহার করে নেন।
ফিলিস্তিনকে রাজনৈতিক সমর্থন জানানোর জন্য ইসরায়েলি প্রতিপক্ষ তোহার বুটবুলের সঙ্গে লড়তে অসম্ভব বলে জানান তিনি।
নোরিন বলেন, ‘অলিম্পিকে আসতে অমাদের অনেক কাজ করতে হয়েছে। কিন্তু এর পরের খবরে আমি বিস্মিত। ’
নোরিন তার সিদ্ধান্ত ‘চূড়ান্ত’ বলেও জানান। ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে লড়ে ‘তার হাত নোংরা করতে’ চাননি বলেও জানান তিনি।