স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৪ জুলাই।। গত পাঁচ বছরে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি রাস্তার কাজ সম্পন্ন করতে পারল না পূর্ত দফতর । দুর্ভোগের শিকার পথচারীরা ।গ্রামবাসীরা রাস্তাটির মেরামত করার জন্য বারবার আবেদন জানানো সত্বেও উদাসীন পূর্ত কর্মকর্তারা । ফলে গ্রামবাসীদের ক্ষোভ চরমে উঠেছে ।প্রসঙ্গত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুরনগর ব্লকের পূর্ব গন্ডাছড়া এ ডি সি ভিলেজের অন্তর্গত দুর্গাপুর গ্রাম।
দুর্গাপুর গ্রামের এ ডি সি ভিলেজ অফিসের পাশ থেকে আনুমানিক তিনশো মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা রয়েছে ।ওই রাস্তাটির দুই পাশে কয়েক শতাধিক লোকজন বসবাস করেন ।ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন লোকজনের পাশাপাশি ছোট বড় যানবাহনও চলাচল করে থাকে।গ্রামবাসীদের অভিযোগ গত প্রায় সাত/আট বছর যাবৎ রাস্তাটি বেহাল দশায় ধুকছে ।গোটা রাস্তায়ই ইট কংক্রিট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে ।
ফলে পথচারীদের চলাফেরার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে ।প্রায় প্রতিদিনই ছোট বড় যানবাহন গুলি দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।গ্রামবাসীরা আরো জানান গত 2016-17 অর্থ বছরে এই তিনশো মিটার দৈর্ঘ্যের ওই রাস্তাটির মেরামতের জন্য গন্ডাছড়া পূর্ত দফতরে টেন্ডারও হয় । জনৈক ঠিকেদার রাস্তার কাজে হাতও দেয় কিন্ত কয়েক দিন কাজ করার পর কাজ বন্দ্ব করে হাত গুটিয়ে নেয় ওই ঠিকেদার।
গ্রামবাসীদের তরফে গন্ডাছড়া মহকুমা পূর্ত দফতরের এস ডি ও-র সঙ্গে দেখা করে রাস্তাটির মেরামতের জন্য আবেদন জানিয়েও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি । পূর্ত দফতরের উদাসীনতার ফলে সাধারন মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে । পূর্ত দফতরের এহেন ভূমিকায় ক্ষোব্দ গ্রামবাসীরা। অবিলম্বে বেহাল ওই রাস্তাটি সংস্কার করার পুনরায় দাবী তুলেছেন দুর্গাপুরের বাসিন্দারা ।