Porn Movies: পর্ন সিনেমা নির্মাণের সঙ্গে স্বামী রাজ কুন্দ্রার কোনো যোগসূত্র নেই, বললেন শিল্পা

অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। পর্ন সিনেমা নির্মাণের সঙ্গে স্বামী রাজ কুন্দ্রার কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শিল্পার বয়ানের কিছু তথ্য প্রকাশ করেছে। স্বামীর পক্ষে তার যুক্তি, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে।শিল্পার দাবি, রাজের বোনজামাই প্রদীপ বক্সি লন্ডনে থাকেন। তিনিই অভিযুক্ত অ্যাপের দায়িত্বে রয়েছেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, শিল্পা তার স্বামীকে নির্দোষ দাবি করেছেন।

রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শিল্পা। তার পরেই তিনি পুলিশের নজরে এসেছেন, এমনটা জানিয়েছেন শিল্পা-রাজের ঘনিষ্ঠ সূত্র।ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এ ডিরেক্টর হিসেবে শিল্পা কত দিন ধরে কাজ করছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে। ‘হটশটস’ অ্যাপের মালিকানা ‘কেনরিন’-এর হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে ব্যবসার হিসাব রাখা- এই সবই নাকি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর মাধ্যমেই হতো।

রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বেড়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। শুনানির পরে রাজের আইনজীবী জানিয়েছেন, এভাবে তার মক্কেলের গ্রেপ্তার আইনসম্মত নয় এবং সুবিচারের জন্য তারা উচ্চ আদালতে আবেদন জানাবেন। শুক্রবার রাজ এবং শিল্পা শেঠির জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কর্মকর্তাদের সঙ্গে রাজও সেখানে ছিলেন।

পর্ন-কাণ্ডে রাজের ভূমিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতেই এই তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর, তখনই শিল্পাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে যদিও এখন পর্যন্ত কোন তথ্যপ্রমাণ পায়নি মুম্বাই পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?