অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ ওলে গানার সুলশার। ২০২৪ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকবেন তিনি। পাশপাাশি আরেক বছরের বিকল্পও রাখা হয়েছে।
২০১৯ সালের মার্চে পাকাপাকিভাবে ইউনাইটেডের দায়িত্ব নেন সুলশার। হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন এই নরওয়েজীয় কোচ। তিন মাস পর স্থায়ীভাবে প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন।
সুলশারের অধীনে দ্বিতীয় স্থানে থেকে গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করে রেড ডেভিলরা। তবে ইউরোপা লিগের ফাইনালে হেরে যায় ইউনাইটেড।ম্যানইউর সঙ্গে নতুন চুক্তি করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪৮ বছর বয়সী কোচ।