অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। অবশেষে ঘরের মাটিতে ভারতকে হারাতে পারল শ্রীলঙ্কা। তিন ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ডার্ক-লুইস-স্টার্ন পদ্ধতি বা বৃষ্টি আইনে ৩ উইকেটে জিতে হোয়াইটওয়াশও এড়াল লঙ্কানরা।
নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ৯ বছর ও ১০ ম্যাচ পর জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। ওয়ানডেতে দেশের মাটিতে শেষবার ২০১২ সালের জুলাইয়ে ভারতকে হারিয়েছিল তারা।
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতের দেওয়া ২২৬ রানের জবাবে ৪৮ বল হাতে রেখে জয় তোলে নেয় শ্রীলঙ্কা। ৩৯ ওভারে ৭ উইকেটে ২২৭ রান করে তারা। এর আগে বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ৪৩.১ ওভারে ২২৫ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২৮ রানে বিদায় নেন অধিনায়ক শিখর ধাওয়ান। এরপর বড় জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার পৃথ্বী শ ও উইকেটরক্ষক সঞ্জু স্যামসন।
তাদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। সূর্যকুমার যাদবের ৪০ রান ছাড়া আর কেউ বড় কোনো ইনিংস খেলতে পারেননি।
জবাব দিতে নেমে শুরুতে ওপেনার-উইকেটরক্ষক মিনোদ ভানুকাকে হারালেও আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাক্ষে ফিফটি করে শ্রীলঙ্কার জয়ের ভিত গেড়ে দেন।
শেষ দিকে বোলিংয়ে এসে ম্যাচে রোমাঞ্চ ছড়ান অভিষিক্ত রাহুল চাহার। ওয়ানডেতে নিজের প্রথম উইকেট হিসেবে দাসুন শানাকাকে উপহার দেন গোল্ডেন ডাক। এরপর সেট ব্যাটসম্যান আভিষ্কাকেও সাজঘরে ফেরান তিনি।
এর পরের ওভারে স্টাম্পড হন চামিকা করুনারত্নে। শ্রীলঙ্কার জয়ের বাকি কাজটা সারেন রমেশ মেন্ডিস ও আকিলা ধনাঞ্জয়া।
আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করায় একাদশে ৬ পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারত। তার মধ্যে অভিষেক হয় পাঁচ জনের। নিতিশ রানা, রাহুল চাহার, চেতান সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম ও সাঞ্জু স্যামসনকে প্রথমবারের মতো দেখা যায় ভারতের হয়ে ওয়ানডে খেলতে। ৪১ বছর পর প্রথমবারের মতো ভারতীয় দলে এক সঙ্গে পাঁচ জনের অভিষেক হলো।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৩.১ ওভারে ২২৫ (পৃথ্বী ৪৯, শিখর ১৩, সাঞ্জু ৪৬, মনিশ ১১, সূর্যকুমার ৪০, পান্ডিয়া ১৯, নিতিশ ৭, গৌতম ২, চাহার ১৩, সাইনি ১৫, সাকারিয়া ০*; চামিরা ৮.১-০-৫৫-২, আকিলা ১০-০-৪৪-৪, চামিকা ৬-০-২৫-১, জয়াবিক্রমা ১০-০-৫৯-৩, শানাকা ৮-০-৩৩-১, রামেশ ১-০-৮-০)।
শ্রীলঙ্কা: ৩৯ ওভারে ২২৭/৭ (আভিষ্কা ৭৬, মিনোদ ৭, রাজাপাক্ষে ৬৫, ধনাঞ্জয়া ২, আসালঙ্কা ২৪, শানাকা ০, রমেশ ১৫*, চামিকা ৩, আকিলা ৫*; সাইনি ৫-০-২৭-০, সাকারিয়া ৮-০-৩৪-২, চাহার ১০-০-৫৪-৩, গৌতম ৮-০-৪৯-১, পান্ডিয়া ৫-০-৪৩-১, নিতিশ ৩-০-১০-০)।
ফল: শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত।
ম্যাচ সেরা: আভিষ্কা ফার্নান্দো।
সিরিজ সেরা: সুর্যকুমার যাদব।