অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে ওয়েলস বাদ পড়ার ২৬ দিন পর ও ধারে টটেনহামে যাওয়ার ৩০৭ দিন পর রিয়াল মাদ্রিদে ফিরেছেন গ্যারেথ বেল। লস ব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তির শেষ বছরে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন ওয়েলস উইঙ্গার।
গত বছর ধারে পুরোনো ঠিকানা টটেনহামে গিয়েছিলেন তিনি। সেই চুক্তি শেষ হওয়ার পর স্পার্সরা তার সঙ্গে চুক্তি পাকাপাকি করেনি।
চুক্তির শেষ বছরে রিয়ালের হয়ে কাটানোর জন্য স্পেনে এলেন বেল।
বার্নাব্যুর বিদায়ী কোচ জিনেদিন জিদানের সঙ্গে মনোমালিন্য ছিল ওয়েলস উইঙ্গারের। ফিরে অবশ্য জিজোকে পাচ্ছেন না বেল। রিয়ালের চাকরি ছেড়েছেন জিদান।
তার পরিবর্তে দ্বিতীয় মেয়াদে ব্লাঙ্কোসদের দায়িত্ব নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। বেল রিয়ালে নতুন মৌসুম শুরু করবেন এই ইতালিয়ান কোচের অধীনে।
টটেনহাম ছেড়ে ২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন ৩২ বছর বয়সী তারকা। তবে জিদান বার্নাব্যুতে কোচ হয়ে আসার পর নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না তিনি। ২০২০/২১ মৌসুম ধারে ফের টটেনহামে ফেরেন বেল।