স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জুলাই।। শ্রীনগর থানার এলাকার আনন্দনগর আচার্য পাড়া এলাকার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
অধিকাংশ ক্ষেত্রেই অভাব-অনটন এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃত ব্যক্তির নাম শান্তি আচার্য। বয়স ৬০ বছর। মৃত ব্যক্তি পেশায় শ্রমিক ছিল। বৃদ্ধ শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল থেকে নিখোঁজ ছিল পেশায় দিনমজুর শান্তি আচার্য। অনেক খোঁজা খুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশে একটি জঙ্গল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ শ্রীনগর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ। সেখান থেকে বৃদ্ধ দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন এই বৃদ্ধ শ্রমিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।