অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। আসছে ৮ আগস্ট হুয়ান গ্যাম্পার ট্রফিতে জুভেন্তাসকে আতিথ্য দেবে বার্সেলোনা। অর্থাৎ ক্রিস্তিয়ানো রোনালদো তার সতীর্থদের নিয়ে ক্যাম্প ন্যূতে যাচ্ছেন। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তাদের সাক্ষাৎ বা মাঠের লড়াই হচ্ছে তো? প্রশ্ন এখন সেটিই।
আধুনিক ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। দুজনের মধ্যে কে সেরা এ নিয়ে বিতর্ক চলে সর্বদা। মাঠে যখন মুখোমুখি লড়ায়ে নামেন তারা, তখন অনেক হিসেবে মিলাতে চান ভক্তরা।রোনালদো যখন রিয়াল মাদ্রিদে ছিলেন, তখন প্রতি মৌসুমে অন্তত দুবার মুখোমুখি লড়াইয়ের সুযোগ ছিল তাদের। তবে রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে পাড়ি দেওয়ার পর মেসির সঙ্গে তার মুখোমুখি লড়াইয়ের সুযোগ কমে যায়।
গ্যাম্পার ট্রফি ফের তাদের মুখোমুখি লড়াইয়ের মঞ্চ তৈরি করে দিলেও বিপত্তি অন্য জায়গায়। বার্সার সঙ্গে যে মেসির চুক্তি শেষ হয়ে গেছে। আর দুই পক্ষ এখনো নতুন চুক্তিতে যায়নি। এখন গ্যাম্পার ট্রফির আগে মেসি ও বার্সার নতুন চুক্তি হতে হবে। না হলে রোনালদোর সঙ্গে এ দফায় লড়াই হচ্ছে না আর্জেন্টাইন তারকার।
বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির বিষয়ে বরাবরই বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক এগোচ্ছে’। তবে দুই পক্ষ থেকেই চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বার্সা ভক্তদের অপেক্ষায় থাকতে হচ্ছে উদ্বেগ নিয়ে।মেসি এবং রোনালদো এ পর্যন্ত ৩৫বার একে অপরের মুখোমুখি হয়েছেন। যেখানে ১৬বার জয় নিয়ে ফিরেছেন মেসি, ১০ বার রোনালদো। অন্য ম্যাচগুলো ড্র হয়।ব্যালন ডি’অরের লড়াইয়েও মেসি এগিয়ে। রোনালদোর দখলে ৫টি ব্যালন ডি’অর, মেসির দখলে ৬টি।