Cricket: পাকিস্তানের বিপক্ষে আট পরিবর্তন নিয়ে স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আট পরিবর্তন নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।

অনুর্ধ্ব-১৭ থেকে পাঁচ ক্রিকেটার— সেদিক আতাল, শহীদউল্লাহ কামাল, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও আবদুল রহমান জায়গা পেয়েছেন ১৭ সদস্যের স্কোয়াডে।

এ ছাড়া ফিরেছেন ইব্রাহিম জাদরান, করিম জানাত, ইকরাম আলিখাল। আগের সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ছিলেন না তারা।

বাদ পড়েছেন আসগর আফগান, গুলবাদিন নাঈব, জাভেদ আহমেদি, উসমান ঘানি, ইয়ামিন আহমেদজাই ও সাঈদ শিরজাদ।

আফগানিস্তান স্কোয়াডে নতুন চমক নুর আহমেদ। ইতিমধ্যে বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগে খেলেছেন এই ১৬ বছর বয়সী রিস্ট স্পিনার।

আফগানদের নেতৃত্বে আছেন শহীদি। এই মাসে টেস্ট ও ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পান তিনি। সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।

আফগানিস্তান স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিক আতাল, রহমাত শাহ, হাসমতউল্লাহ শহীদি, নাজিব জাদরান, ইকরাম আলিখাল, শহীদ কামাল, মোহাম্মদ নবী, করিম জানাত, আজমত ওমরজাই, রশিদ খান, আবদুল রহমান, নাভিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নুর আহমেদ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?