স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ জুলাই।। দিনের পর দিন নেশা কারবারীদের বাড়বাড়ন্তের জন্য অধপতনে যাচ্ছে যুব সমাজ। খুব অল্প বয়সে যুব সমাজ আকৃষ্ট হচ্ছে নেশা জাতীয় দ্রব্য গ্রহণের দিকে। যার ফলে ঘটছে সামাজিক অবক্ষয়। উল্লেখ্য ২০১৮ সালে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসাবে পরিগণিত করবেন। কিন্তু সরকার দায়িত্ত্ব গ্রহণের পর দীর্ঘ প্রায় ৪০ মাস অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্য নেশা মুক্ত হওয়াতো দূরের কথা প্রায় প্রতিদিনই রাজ্যের শহর থেকে গ্রাম, অলিগলিতে নেশার ফোয়ারায় ভাসছে একাংশ যুব সমাজ। যার প্রমাণ বিভিন্ন সময়ে আটককৃত বিপুল পরিমাণে নেশা সামগ্রী।
আবারো বিরাট সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। শনিবার ছিল সারা রাজ্যে উইকেন্ডে কারফিউ সেই অনুযায়ী সকাল থেকে বিশালগড় থানার সামনে ছিল পুলিশের টহলদারি। কিন্তু বিশালগড় থানার পুলিশের কাছে একটি খবর ছিল উদয়পুর থেকে একটি ১৮ চাকার লরি গাঁজা নিয়ে তামিলনাড়ুর দিকে যাবে। সেই গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী বিশালগড় থানার সামনে উৎপেতে বসে থাকে। গাড়িটি যখন আগরতলার উদ্দেশ্যে বিশালগড় দিয়ে যাচ্ছিল ঠিক তখন বিশালগড় থানার পুলিশ ওই লরিটিকে আটক করে, পরবর্তী সময় পুলিশের তল্লাশিতে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয় এই লরিটি থেকে। পাশাপাশি লরি চালককে গ্রেপ্তার করা হয়।
এদিকে খবর পেয়ে ছুটে আসে সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান ১৯৮ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে এই লরিটি থেকে। পুলিশ সুপার জানান আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা হবে। তবে গাজাগুলি কার মালিকানাধীন তামিলনাড়ুতে যাচ্ছিল সেই ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশ সুপার আরো জানায় আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে।
এখন প্রশ্ন উঠেছে উইকেন্ড কারফিউ থাকাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পুলিশের টহলদারি সেই অনুযায়ী উদয়পুর থেকে আসার সময় বাগমা থানা এবং বিশ্রামগঞ্জ থানা পেরিয়ে গাজা বোঝাই লরিটি কীভাবে বিশালগড় গিয়ে পৌঁছলো, যা এক প্রকার পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে ধুলিস্যাৎ করে নেশা কারবারীরা দিনের পর দিন নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে গিয়ে উনার বক্তব্যে বলছেন রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা হিসাবে গড়ে তুলবে, কিন্তু দিনের-পর-দিন নেশা কারবারীদের বাড়বাড়ন্তে মুখ্যমন্ত্রীর স্বপ্ন অধরাই থাকবে বলে ভাবছে শুভবুদ্ধি মহলের জনগণ।